Off page Optimization সমগ্র এর প্রাথমিক ধারণা !



SEO তে on page optimization হল ৫টি ধাপে সীমাবদ্ধ। এই ৫টি ধাপ করলেই কিন্তু আপনার onpage optimization শেষ। কিন্তু off page optimization এর কোন শেষ নেই। 


আপনি SEO এর এই section এ যত বেশি শ্রম দিতে পারবেন, আপনার সাইটের উন্নয়ন তত বেশি ঘটবে।

Off page optimization এর কিছু কাজ আছে। নিচে সেগুলো দেয়া হল-
১. back link
২. social bookmarking
৩. forum posting
৪. directory submission
৫. আরও আনুষঙ্গিক কিছু কাজ। যেমন- facebook, twitter, youtube ইত্যাদি।


ব্যাকলিংক কি??

ব্যাকলিংক হল আপনার সাইটের লিংক বিভিন্ন সাইটে ছড়িয়ে দেয়া। এটি হল আপানার সাইটের লিংক অন্যান্য সাইটে শেয়ার এর মাধ্যমে ওই সকল সাইটের সাথে আপনার সাইটটি লিংকইন করা। আপনি এটি করতে পারেন বিভিন্ন সাইটে comment করার মাধ্যমে। আপনি comment এ যদি আপনার সাইটের লিংক টি দিয়ে দেন তবে সেটি গুগল এর কাছে একটি ব্যাকলিংক হিসেবে বিবেচিত হবে। তখন গুগল আপনার সাইট কে প্রাধান্য দিবে। যে সাইটের যত বেশি ব্যাকলিংক আছে সার্চ ইঞ্জিন এর কাছে তার প্রাধ্যন্য তত বেশি। 
Share on Google Plus

About Black Bears

হ্যালো! আমি মেহেদী,এই ব্লগের অথর। কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা শেষ করে এখন একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ বি এস সি করছি।পাশাপাশি বিভিন্ন মার্কেট প্লেস টুক-টাক কাজ করি। পাশে আছি আপনাদের।
    Blogger Comment
    Facebook Comment