Youtube মার্কেটিং এ ৫টি গুরুত্বপূর্ন বিষয়


০১) কোন ভিডিও গুলো আপলোড করবেন, এবং কোনগুলো করবেন না

যে ভিডিও গুলো আপলোড করা যাইঃ

  • আপনার ক্যামেরাই তোলা ভিডিও
  • এমন ভিডিও যেটি কেউ সত্ত্বাধিকারী বা দাবীদার নয়
  • সব বয়সী লোকের কাছে গ্রহণযোগ্য
  • সঠিক অডিও স্ট্রিম, পেথন
  • সঠিক ভিডিও বিট-রেট, ফ্রেম রেট, রেজুলেশন, অডিও বিট-রেট


যে ভিডিও গুলো আপলোড না করাই ভালঃ

  • অন্ন লোকের ভিডিও যেমনঃ মিউজিক ভিডিও, টুটরিয়াল ভিডিও, মজার ভিডিও অন্যান্য ভিডিও
  • আগেই কপিরাইট করা কোন ভিডিও
  • কোন কোম্পানির লোগো লাগানো এমন ভিডিও যেটি দ্বারা সেই কোম্পানি ওই ভিডিও টি কেল্ম করতে পারে
  • অশ্লীল, পর্ণগ্রাফি ভিডিও
  • কোন লোককে বা অন্য কিছু কে হেয় প্রতিপন্ন হয় এমন ভিডিও

০২) সার্চ ইঞ্জিন কে টার্গেট করে

ব্যাবহারকারীরা যে শব্দগুলো সার্চ ইঞ্জিনে লিখে সার্চ করে, সেই শব্দগুলো ভিডিও টাইটেল ব্যাবহার করবেন, এবং ভিডিও “Description” ওই  শব্দগুলো / বার ব্যাবহার করবেন। এবার মেইন টাইটেল এর দিকে খেয়াল রেখে ট্যাগ দিবেন। যেমনঃ

ভিডিও টি মনে করি মজার টাইপ এর সেক্ষেত্রেঃ

টাইটেলটি হবে এরূপঃ “Lion Protecting Girl”
ডেসক্রিপশন হবে এমনঃ “That lion's story is a really sad one. He and SEVERAL other big cats were owned by a bad backyard breeder. When they didnt want them anymore they put them in horse trailer and left them there. HOT, FILTHY, MISERABLE etc.”
ট্যাগ হবে এরূপঃ “Lions, tigers, attacks, African, wild, animals, tragic, Lion, Tiger, Girl, Zoo, Hunting, Elephant, Safari, Pets, Wildlife, Animal, Cat, Nature, danger”

০৩) আপনার Youtube এর Channel টি Customize করুন

এক্ষেত্রে আপনি আপনার আপলোড করা ভিডিও টাইপ এর উপর নির্ভর করে আপনার Youtube Channel Customize করুন। যেমনঃ আপনার ওয়েবসাইটটি “Bank Loan Definition” এর উপর করা, আপনি লোন এর সংজ্ঞা দিতে যেয়ে একটা ভিডিও ব্যাবহার করবেন যে ভিডিওটি Youtube আপনার Channel আপলোড করবেন সেই রকম Channel এর জন্য সাদা Beckground ভাল আবার আপনি Channel এর Beckground সুন্দর মানের একটি ছবি Beckground হিসেবে ব্যাবহার করতে পারেন যে ছবিতে সুন্দর কোন “Bank” এর ছবি আছে বা Bank এর ভিতরে তোলা এমন কোন ছবি যেটি খুব সুন্দর

০৪) ভিডিও তে Annotations ব্যাবহার করবেন

মনে করি আপনার ভিডিও কোন গ্রাফিক্স টুটরিয়াল নির্ভর, সেক্ষেত্রে ব্যাবহারকারীর বোঝার সুবিধার কথা মাথায় রেখে ভিডিও টিতে Annotations ব্যাবহার করতে পারেন। এক্ষেত্রে Annotations টি এমন যেন না হয় যেটির কারনে ব্যাবহারকারীর সমস্যা হয়। যেমনঃ টুটরিয়াল টি যদি “3D Max Maya” এর “Stage Building” এর উপর তৈরি করেন সেক্ষেত্রে একটি লেয়ার পরিবর্তন করলেন, কেন লেয়ার পরিবর্তন করলেন সেটি Annotations ব্যাবহার করতে পারেন
  • Annotations ব্যাবহার করে ভিডিওটি মান্সম্মত হলে আপনার “Youtube Channel” এর “Subscription” এর সংখ্যা বাড়বে, এবং ওই ভিজিটরটি পুনরায় আপনার “Channel” ভিউ করতে পারে অর্থাৎ “Returning Visitor” বাড়বে যেটা আপনার “Youtube Channel” এর জন্য খুব গুরুত্বপূর্ণ

০৫) Bookmark করুন সোশ্যাল Bookmarking সাইট

সোশ্যাল Bookmarking এর ক্ষেত্রে আপনি
  • Facebook.com
  • Twitter.com
  • Stumbleupon.com
  • Reddit.com
এর উপর গুরুত্ব দিবেন। ভাল মানসম্মত ভিডিও হলে আপনার ভিডিও twitter, stumbleupon, reddit থেকে অপ্রত্যাশিত হিট পাবেন, যেটা “Visitor Bump” নামে পরিচিত

Share on Google Plus

About Black Bears

হ্যালো! আমি মেহেদী,এই ব্লগের অথর। কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা শেষ করে এখন একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ বি এস সি করছি।পাশাপাশি বিভিন্ন মার্কেট প্লেস টুক-টাক কাজ করি। পাশে আছি আপনাদের।
    Blogger Comment
    Facebook Comment