ওয়েব সাইটের জন্য আর্টিকেল লিখার কিছু টিপস

আমরা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং , অ্যাডসেন্স কিংবা SEO র সাথে জড়িত তারা সকলেই মোটামুটি কন্টেন্টের গুরুত্ব সম্পর্কে ধারনা রাখেন। গুগলের যে সব আপডেট রিলিজ হয়েছে কিংবা হবে সব গুলোতেই ভালো মানের আর্টিকেল লিখার জন্য বলা হয়েছে। তাই প্রশ্ন দাঁড়িয়েছে যে , কোনটিকে ভালো মানের আর্টিকেল বলবেন কিংবা কিভাবে হাই কোয়ালিটি আর্টিকেল লিখবেন ?

তাই এসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের টিউটোরিয়ালটি তৈরি করা হয়েছে। আজকের ভিডিও টি থেকে যা শিখবেন তা হল-
১। ওয়েব কন্টেন্ট কি এবং প্রকারভেদ।
২। কেন কোয়ালিটি আর্টিকেল লিখা প্রয়োজন ।
৩। একটি আর্টিকেলের কি কি অংশ গুরুত্বপূর্ণ।
৪। কিভাবে আর্টিকেল লিখার টপিক গুলো সাজাবেন ।
৫। মাইন্ড ম্যাপ কি এবং কন্টেন্ট টপিক সাজাতে এর প্রয়োজনীয়তা।
৬। কিভাবে ম্যাগনেটিক হেডলাইন লিখবেন যাতে অনেকে আর্টিকেলটি পড়তে চায়।
৭। আর্টিকেলের বডিতে কি কি বিষয় সংযুক্ত করতে হবে।
৮। কোথায় আর্টিকেল অর্ডার করবেন এবং খরচ সম্পর্কে ধারনা প্রদান।
Share on Google Plus

About Black Bears

হ্যালো! আমি মেহেদী,এই ব্লগের অথর। কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা শেষ করে এখন একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ বি এস সি করছি।পাশাপাশি বিভিন্ন মার্কেট প্লেস টুক-টাক কাজ করি। পাশে আছি আপনাদের।
    Blogger Comment
    Facebook Comment