মেটা ট্যাগ (Meta Tag) কি এবং কিভাবে ব্যবহার করবেন ?



আপনাকে প্রথমে আপনার সাইটে একটি মেটা ট্যাগ তৈরী করতে হবে। meta tag তৈরি করার জন্য আপনাকে একটি html এর code এর প্রয়োজন হবে। আপনাদের জন্য আমি একটি মেটা ট্যাগ এর html code এখানে দিয়ে দিলাম-


<meta content='' এখানে আপনার বা আপনার client এর সাইটের বর্ণনা দিন'' name=''description''/>
<meta content='' এখানে আপনার বা আপনার client এর সাইটের keyword গুলো কমা দিয়ে লিখুন '' name=''keywords''/>
<meta content='' এখানে আপনার বা আপনার client এর সাইটের যিনি মালিক তার নাম লিখুন '' name=''author''/>

অথবা,

<meta name=description” content=” এখানে আপনার বা আপনার client এর সাইটের বর্ণনা দিন” />
<meta name=”keywords” content=” এখানে আপনার বা আপনার client এর সাইটের keyword গুলো কমা দিয়ে লিখুন” />
<meta name=”author” content=” এখানে আপনার বা আপনার client এর সাইটের যিনি মালিক তার নাম লিখুন” />

আপনি উপরে বর্ণিত দুটি মেটা ট্যাগ কোড এর মধ্যে যে কোন একটি ব্যাবহার করতে পারবেন। তবে আমি নিচের টি ব্যাবহার করার ই পরামর্শ দেই।

মনে রাখবেন মেটা ট্যাগ এ আপনি কখনও বড় হাতের লেখা ব্যবহার করবেন না, সবসময় ছোট হাতের লেখা ব্যাবহার করবেন। আপনার তৈরি করা মেটা ট্যাগটি আপনার বা আপনার clint এর সাইটের html অপশনের হেড সেকশনের ঠিক নিচেই পেস্ট করুন।
Share on Google Plus

About Black Bears

হ্যালো! আমি মেহেদী,এই ব্লগের অথর। কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা শেষ করে এখন একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ বি এস সি করছি।পাশাপাশি বিভিন্ন মার্কেট প্লেস টুক-টাক কাজ করি। পাশে আছি আপনাদের।
    Blogger Comment
    Facebook Comment